সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পৌরসভার উদ্যোগে টিপুর মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সারিয়াকান্দি পৌরসভার প্রতিষ্ঠাতা প্রায়ত এমপি কৃষিবিদ আব্দুল মান্নানের ম্যুরালের শুভ উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভা চত্বরে পৌর মেয়র মতিউর রহমান মতি’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান ,সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, পৌর আ’লীগের সভাপতি কোরবান আলী, বণিক সমবায় সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদশা প্রমুখ।
Leave a Reply