
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় যানজট নিরসনে এবং ফুটপাত দখল মুক্ত করতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়রের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায়, পৌর এলাকায় ব্যবসায়ীরা অবৈধ ভাবে ফুটপাত দখল করায় জনসাধারণে চলাচল অযোগ্য হয়ে পরেছে ফলে বাড়ছে দূর্ঘটনা। বর্তমানে পৌর এলাকার টিপু মোড় থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত এবং মুক্তিযুোদ্ধা মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড অফিস পর্যন্ত পাকা রাস্তার দু’পাশ দিয়ে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এবং দোকান পাট। এসব কারণে প্রতিনিয়তই চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। স্থানীয় পথচারী আবুল কালাম ও জহরুল ইসলাম নেদো বলেন, পৌর এলাকায় যে ভাবে ফুটপাত দখল করা হয়েছে। তাতে পথচারীদের চলাচলের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যানজট নিরসনসহ দ্রুত ফুটপাতের অবৈধ দখলকারীদের উচ্ছেদের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ফুটপাত দখলমুক্ত করতে স্থানীয় ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। পথচারী ও জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে ফুটপাতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অচিরেই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।
Related
Leave a Reply