প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২২, ২:৪৩ অপরাহ্ণ
সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মতিউর রহমান মতি, বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হযরত আলী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরুনাংশু কুমার সাহা, আব্দুর রশিদ, দিলিপ কুমার সাহা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত