মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের মিস্টারের স্ত্রী স্বপ্না আকতার একজন গর্ভবতী মহিলা। তাকে গত ১৩ই ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টার দিকে নরমালে বাচ্চা প্রসবের জন্য সারিয়াকান্দী নিউ লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। নরমালে বাচ্চা হওয়ার পর প্রসুতির প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়।কিন্ত রক্তক্ষরনে প্রসুতির অবস্থা সংকটাপন্ন হলেও উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে না পাঠিয়ে রোগীকে প্রায় ১২ ঘন্টা আটকিয়ে রাখেন ওই প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ। পরে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের সহায়তায় রোগীকে মুমূর্ষু অবস্থায় রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রোগীর পরিবারের কাছ থেকে নরমালে বাচ্চা প্রসব করানোর জন্য ১৬,৪০০ টাকা হাতিয়ে নেন নিউ লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাইলে তারা কোন তথ্য দিবে না বলে জানান।
Leave a Reply