মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে জব্দকৃত ১১৩০ বস্তা চালসহ সিলগালা করে রাখা গুদাম হতে উধাও হওয়া ১১২৪ বস্তার মধ্যে ৩৬০ বস্তা চাল উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়,গত বুধবার ভোর রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে মেইন রোডের ব্রীজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চালগুলো উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি চাল চুরির কাজে ব্যবহৃত ট্রাকের মালিক উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চর রামনগর গ্রামের হায়দার ফকিরের ছেলে আছাব্বর ফকির এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর পৌর এলাকার বাগবেড় গ্রামের মৃত নুরু প্রাং এর ছেলে বেলাল হোসেন, আন্দরবাড়ী গ্রামের তোফা ফকিরের ছেলে রুসাত ফকির (২৮) এবং সোনা মিয়ার ছেলে রায়হান কবিরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা উপজেলার আমতলী ব্রীজের পশ্চিম পাশে সঞ্জুর চাতালের পূর্ব পাশ থেকে মোট ৩৬০ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, জব্দকৃত চাল উদ্ধারের ঘটনার বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। মামলার বর্ণনার সাথে চালের বস্তা সঠিক আছে মর্মে বাদী সনাক্ত করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com