মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২৩ উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডাঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মন্টু মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে উপজেলার বিভিন্ন খামারীগনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply