প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ
সারিয়াকান্দীতে মেডিসিন ক্লাব ও শজিমেক এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মিলন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ উত্তরের হিমেল হাওয়ায় প্রচন্ড শীতে কাপছে দেশবাসী। শৈত্যপ্রবাহের কারণে গ্রামের দরিদ্র নিম্নবিত্ত মানুষেরা প্রতিনিয়ত এই শীতের দুর্ভোগ পোহাচ্ছে। এই মানুষগুলোর শীতকষ্ট লাঘব করতে মেডিসিন ক্লাব,শজিমেক এর উদ্যোগে শনিবার বিকালে সারিয়াকান্দি ফাযিল ডিগ্রী মাদরাসা মাঠে নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, বগুড়া মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক, ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও শজিমেক হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ মোফাজ্জল হোসেন রনি, মেডিসিন ক্লাব, শজিমেক এর সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেন ও অন্যান্য মেডিসিনিয়ান সদস্যগণ এবং বাংলাদেশ ছাত্রলীগ সারিয়াকান্দি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তিতাস মাহমুদ রতন।
মেডিসিন ক্লাব,শজিমেক এর সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মেডিসিন ক্লাব একটি জনসেবামূলক প্রতিষ্ঠান যা মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। মেডিসিন ক্লাব এর উদ্যোগে শজিমেক হাসপাতালে বিনামূল্যে জরুরি রক্ত সরবরাহ, রক্ত গ্রুপ নির্ণয় কার্যক্রম, ভ্যাক্সিন কার্যক্রম এবং শীতবস্ত্র বিতরণের মত অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম সম্পাদন করা হয়। এই নিম্ন আয়ের মানুষদের তীব্র শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সারিয়াকান্দিরবাসীর বিভিন্ন দুঃখ- দুর্দশায় পাশে থাকবে মেডিসিন ক্লাব। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিতাস মাহমুদ রতন বলেন, আমরা মেডিসিন ক্লাবের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করেছি এবং উপজেলাবাসীর প্রতি মেডিসিন ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে সারিয়াকান্দির মানুষদের জন্য যে কোন সহায়তায় মেডিসিন ক্লাবকে পাশে চাই। বগুড়া মেডিকেল ছাত্রলীগ ও ইচিপ,শজিমেকের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি বলেন, মেডিসিন ক্লাবের সদস্যরা সারা বছরব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম আয়োজন করে থাকে৷ তাদের কার্যক্রমকে শুভ কামনা জানাই এবং জনসেবামূলক কাজে প্রয়োজনে যে কোন ভাবে সাহায্য করার জন্য পাশে থাকবো। এ আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন, মেডিসিন ক্লাব, শজিমেক এর সদস্য শজিমেক ২৮ তম ব্যাচের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিতু ও স্বরূপ আইচ। শজিমেকের বিভিন্ন বর্ষের মেডিসিনিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন - ২৯ তম ব্যাচ থেকে শাইমা জারীন নাবীলা, ৩১ তম ব্যাচ থেকে সিফাত হাসান সীমান্ত,ফুয়াদ হাসান,নাভিদ রায়হান চৌধুরী, হাবিবা, ইমতিয়াজ আহমেদ, ফরহাদ আলী ও আরেফিন ইসলাম প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত