সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টিপাতের কারণে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, যমুনা নদীর পানি বিপদসীমার ৬০সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামীণ রাস্তা ঘাট। এতে করে এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়ছে। নিমাঞ্চলে বসবাস করা মানুষের ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের ৬৯টি গ্রাম এবং পৌরসভার ৪ গ্রাম সহ ৭৩ গ্রামের ১৩২৫০টি পরিবারের ৫৩,০০০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। ৫৫০ হেক্টর জমির পাট, ১৭০ হেক্টর আউশ, ২ হেক্টর ভুট্টা, ৪ হেক্টর সবজি ফসল এবং ২৬ টি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে আক্রান্ত হয়েছে।
বন্যা কবলিত মানুষ গুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
Leave a Reply