মিলন, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়া বাজারে থানা ও কাজলা ইউনিয়নবাসীর উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উক্ত আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বার। এসময় তিনি বলেন, এই চরাঞ্চলে মানুষ খুবই শান্তি প্রিয়, আপনারা সবাই বগুড়া জেলা পুলিশের ছায়া তলে একত্রিত হয়ে সকল অপরাধ নির্মুল করতে সহযোগিতা করবেন। নিরাপদ কাজলা নামে আপনারা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলে সবাই মিলে সকল অপরাধ নির্মুল করতে আমাদেরকে সহযোগীতা করতে পারেন । এসময় পুলিশিং সেবা আরো ত্বরান্বিত করতে চরে পুলিশ ফাঁড়ি স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্থানীয়দের সাথে আইন শৃংখলা বিষয়ে কথা বলেন। সমাবেশ শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)ফিরোজ আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ মোশারফ সরকার, জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রিপন, কাজলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ তাজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিবলী সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারিয়াকান্দি থানার এস আই তপন কুমার ঘোষ।
Leave a Reply