গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে পারভেজ হোসেন (১৫) নামের এক বোবা পাগল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় গাবতলীর উপজেলাধীন সুখানপুকুর ইউনিয়নের সরাতলী নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। পারভেজ সোনাতলা উপজেলাধীন গোসাইবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, ওই সময় বোবা পাগল পারভেজ হোসেন সুখানপুকুরের সরাতলী নামকস্থানে রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় সোনাতলা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়ে অনেকদুর পর্যন্ত তাকে টেনে হেঁচরে নিয়ে যায়। এতে পারভেজের শরীর থেকে মাথা, এক হাত ও এক পা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু ঘটে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com