গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল রবিবার বগুড়ার গাবতলীতে সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার, নতুরপাড়া রাস্তা ও ভাঙ্গিরপাড়া ঈদগা মাঠ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। এরপর সুখানপুকুর প্রজন্মের উদ্যোগে বরেণ্য ভাষা সৈনিক ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এলক্ষ্যে এক আলোচনা সভা প্রজন্মের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহানুর ইসলাম সাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ডাঃ মকবুল হোসেন। সুখানপুকুর প্রজন্মের সাধারণ সম্পাদক মাহমুদুন হাসান মুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফফার, নেপালতলী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আহসানউল্লাহ মাষ্টার, স্থানীয় ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নান মাষ্টার, জেলা পরিষদের প্রকৌশলী ফেরদৌস জামান, থানার এসআই ত্রিদীপ কুমার মন্ডল, এএসআই রতন কুমার, সমাজ সেবক আফতাব। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সারোয়ার জাহান মিলন, আবু বক্কর সিদ্দিক, হান্নান কাজী, শামছুল হক, গোলাপী বেগম, ববিতা বেগম, উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ, যুবলীগ নেতা অনুপ রায় প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com