মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীর সুখানপুকুরে শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করায় রবিবার বিদ্যালয়ের উদ্যোগে এক আনন্দ র্যালী বের করে স্থানীয়ভাবে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।
এর আগে জিপিএ- গোল্ডেন ও ৫ প্রাপ্তরাসহ পাস করা সকল ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফারসহ অন্যান্য শিক্ষক। পরে প্রধান শিক্ষককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর পর আনন্দ র্যালী বের করা হয়। র্যালীতে অংশ নেন প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার, সহকারী শিক্ষক নারগিছ আক্তার, তাজমা খাতুন, আব্দুল ওয়াদুদ, ওমর ফারুক, অভিভাবক আলমগীর হোসেন, সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও অভিভাবকগণ। বিদ্যালয়টির বরাবরই ফলাফল ভাল।
ইতিপূর্বে আরো ৩বার বেশী ভাল ফলাফল করেছিল। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহাদত জামান তারা’র সঠিক দিক নিদের্শনায় ও প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফারসহ অন্যান্য শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে প্রতি বছরের ন্যায় এ বারও শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাল ফলাফল করা সম্ভব হয়েছে বলে অভিভাবকগণ ও শিক্ষানুরাগীরা জানিয়েছেন।
Leave a Reply