মুহাম্মাদ আবু মুসা: বগুড়ার গাবতলীতে এক সিএনজি চালককে মারপিট ও সিএনজি ভাংচুর মামলায় পুলিশ ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। জানা গেছে, গাবতলী উপজেলাধীন সুখানপুকুর ইউনিয়নের খিড়াপাড়া গ্রামের টুকু প্রামানিকের ছেলে রতন প্রামানিককে গত ১৫নভেম্বর সকালে যাত্রীসহ সিএনজি নিয়ে যাবার পথে সুখানপুকুর চারমাথা মোড়ে পৌঁছালে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষরা সিএনজি ড্রাইভার রতনকে বেধড়ক মারপিট করে নগদ অর্থ লুট ও সিএনজি ভাংচুর করে। এ ঘটনায় রতন বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা করলে পুলিশ রাকিবুল ইসলাম হৃদয় ও আশিকুর রহমান আশিক নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com