কাহালু (বগুড়া) প্রতিনিধি ঃ কাহালু থিয়েটারের পরিবেশনায় সেতারা বানুর কিচ্ছা’’ নাটকটি মঞ্চায়নের জন্য আগামী বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শ্যামনগরে যাচ্ছে থিয়েটারের নাট্য শিল্পীরা। আতপুর জাগৃতির আমন্ত্রণে তাদের বাৎসরিক নাট্যোৎসবে এই নাটকটি আগামী শুক্রবার শ্যামনগর রবীন্দ্রভবনে মঞ্চায়ণ করা হবে।
এ উপলক্ষ্যে গত রোববার রাতে কাহালু উপজেলা অডিটোরিয়াম হলে নাটকের প্রস্তুতিমুলক প্রর্দশনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী। প্রস্তুতিমূলক নাটকের প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম, ঝুনু, উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, জেলা আওয়ামীলীগ নেতা মাশরাফি হিরো, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ,সাধারন সম্পাদক আব্দুল মান্নান,কাহালু থানার অফিসার ইনচার্জ মো.আমবার হোসেন সহ দর্শকবৃন্দ।
Leave a Reply