মুহাম্মাদ আবু মুসাঃ বুধবার বগুড়া গাবতলীর সুখানপুকুরস্থ সৈয়দ আহম্মদ কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: ছালজুর রহমান বেপারী অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের শিক্ষক-কর্মচারী এবং ভুগোল ও পরিবেশ বিভাগ পৃথকভাবে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো: সাইদুজ্জামান প্রামানিক। আবার শিক্ষক-কর্মচারীদের অনুষ্ঠানে তিনি (সাইদুজ্জামান) সভাপতিত্ব করেন।
ভুগোল ও পরিবেশ বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক গোলাম ফারুক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন কলেজের সহকারী অধ্যাপক রেজাউল কবির, মুঞ্জুরে আলম রাসেল (শিক্ষক প্রতিনিধি), কেএম শফিকুর রহমান, মোসলে উদ্দিন, দোলোয়ার হোসেন, প্রভাষক নামিরুল ইসলাম জার্জিসসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৃথকভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ছালজুর রহমান বেপারী স্যারকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
Leave a Reply