মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুরে সৈয়দ আহম্মদ কলেজে সোমবার একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি রাকিবুল হাসান পলাশ।
বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য ইঞ্জিঃ হাফেজ নাসিরুল হক মাসনবী, সহকারী অধ্যাপক মারুফুল ইসলাম, গোলাম ফারুক, মঞ্জুরে আলম রাসেল (শিক্ষক প্রতিনিধি), ড. সাইফা সাদেকীন, আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্য ছিলেন গভর্নিং বডি সদস্য ডাঃ রাশেদ আহম্মেদ, শামীমা বেগম, কামরুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক রেজাউল কবীর, জাকিরুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রহিম, দেলোয়ার হোসেন, প্রভাষক মনতাজুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুর রহমানসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আহম্মদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয় এবং শিক্ষার্থীদের নানা পরামর্শ দেয়া হয়।
উল্লেখ্য, কলেজটি উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। যার ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৯হাজার। স্বীকৃতি স্বরুপ বহু পুরস্কার পেয়েছে কলেজটি। কলেজের সভাপতি রাকিবুল হাসান ও অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর দক্ষ পরিচালনায় এবং সকলের সার্বিক সহযোগিতায় কলেজটি আরো এগিয়ে যাচ্ছে।
Leave a Reply