মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুরে সৈয়দ আহম্মদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার মান উন্নয়নে গতকাল কলেজের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক প্রতিনিধি মঞ্জুরে আলম রাসেল, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি ড. ছাইফা সাদেকীন, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম,
পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভায় সৈয়দ আহম্মদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয় এবং শিক্ষার্থীদের নানা পরামর্শ দেয়া হয়।
উল্লেখ্য, কলেজটি উত্তরবঙ্গের মধ্যে সৃষ্ঠ বিদ্যাপিঠ। যার ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৯হাজার। স্বীকৃতি স্বরুপ বহু পুরস্কার পেয়েছে কলেজটি। অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর দক্ষ পরিচালনায় এবং সকলের সার্বিক সহযোগিতায় কলেজটি আরো এগিয়ে যাচ্ছে।
Leave a Reply