মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার বগুড়া গাবতলীর সুখানপুকুরস্থ সৈয়দ আহম্মদ কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান। কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল।
আরো বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য সহিদুল হক টুল্লু, বিদ্যোৎসাহী সদস্য জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, গভর্নিংবডির সাবেক সদস্য হাফেজ ও ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মুঞ্জুরে আলম, সহকারী অধ্যাপক রেজাউল কবীর, দেলোয়ার হোসেন, ড. সাইফা সাদেকিন।
উপস্থাপনা ও ধারা বর্ণনায় ছিলেন সহকারী অধ্যাপক আকলিমা খাতুন শিরিন, প্রভাষক নামিরুল হক, আবু বক্কর সিদ্দিক ও শারমিন আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন,
পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীগণ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com