মুহাম্মাদ আবু মুসাঃ বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে ০৫জুন/২৩ সোমবার বগুড়া গাবতলীর সুখানপুকুস্থ সৈয়দ আহম্মদ কলেজ রোভার স্কাউটস্ গ্রæপের আয়োজনে বৃক্ষ রোপন, পরিস্কার-পরিচ্ছন্নতা ও প্লাষ্টিক পোড়ানো কর্মসুচী পালন করা হয়েছে। এ কর্মসুচীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউটস্ গ্রæপের সভাপতি মোঃ সাইদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক রোভার স্কাউটস্ গ্রæপের উড বাজার রেজাউল কবীর, কলেজ শিক্ষক ও রোভার স্কাউটস্ গ্রæপের উড বাজার সুশান্ত কুমার ঘোষ, রোভার স্কাউটস গ্রæপ সদস্য আইয়ুব হোসেন, লুতফা সুলতানা, সাইদুর রহমান, আতিক, রাফি, হানিফা, শ্রাবনী প্রমূখ। কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউটস্ গ্রæপের সভাপতি মোঃ সাইদুজ্জামান কলেজ চত্বরে কয়েকটি বৃক্ষ রোপন করেন। এ ছাড়া কলেজ ক্যাম্পাস সব সময় পরিস্কার-পরিচ্ছন্নতা থাকলেও তা আরো নজরদারী করে সামান্য কিছু প্লাষ্টিক (পলেথিন) পাওয়া গেলে সেগুলো পোড়ানো হয়। পরে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর নেতৃত্বে এক র্যালী বের করা হয়।
Leave a Reply