স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলায় রোকেয়া ডিজিটাল হসপিটালে সিজার অপারেশনের পর কবিতা বেগম (৩০) নামের এক প্রসুতির মৃত্যু হয়েছে।
জানা যায়, সৈয়দ আহম্মদ কলেজ বটতলায় রোকেয়া ডিজিটাল হসপিটালে গত বুধবার (১২ মার্চ) দুপুরে কবিতা বেগম নামের এক গর্ভবতী নারীকে ওই হসপিটালে ভর্তি করা হয়। কবিতা বেগমকে ভর্তির দিনই ডাঃ শামছুন নাহার তাকে সিজার অপারেশন করান। এসময় তার ছেলে সন্তানের জন্ম হয়। সিজার অপারেশনের পর ওই প্রসূতির রক্তক্ষরণ শুরু হয়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তাকে আশংকাজনক অবস্থায় পরের দিন বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ওই প্রসূতির মৃত্যু হয়। আজ রবিবার সকাল ১০টার দিকে ওই নারীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিন সন্তানের জননী কবিতা বেগম উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামের ভ্যান চালক মাসুদ রানার স্ত্রী।
কবিতা বেগমের স্বামী মাসুদ রানা বলেন, এর আগে অন্য ক্লিনিকে দুবার সিজার করা হয়েছে। রোকেয়া হসপিটালে আল্ট্রাসনোগ্রাম করলে সেখানে দায়িত্বরত হসপিটালের ম্যানেজার এনামুল (সম্পর্কে চাচা) অন্য ক্লিনিকের চাইতে কম খরচে সিজার করবে উৎসাহ দিয়ে সিজারের ব্যবস্থা করেন। হঠাৎ ভোর রাতে সেহরির সময় হাসপাতাল থেকে ফোন আসে রক্ত ক্ষরণ বন্ধ হচ্ছে না রোগীর অবস্থা খুব খারাপ বগুড়া নিতে হবে। পরে হাসপাতালের ম্যানেজার এনামুল হকের সহযোগীতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রীর মৃত্যু হয়।
এ বিষয়ে রোকেয়া ডিজিটাল হসপিটালে গিয়ে ডাক্তার অথবা দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।এমনকি প্রতিষ্ঠানের পরিচালক হাফিজুর রহমানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে হসপিটালের ম্যানেজার এনামুল হক বলেন, এবিষয়ে আমি কিছু বলতে চাইনা। কারন আমি মাত্র এখানকার কর্মচারী।
রোকেয়া ডিজিটাল হসপিটালের তত্বাবধায়ক মাফুজার রহমান মুঠোফোনে এবিষয়ে কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম সিজার অপারেশনে প্রসুতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ওযার্ডেই ওই নারীর বাড়ি। তিনি বিষয়টি তদন্ত করে প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, একই এলাকার সোনালী হাসি কমিউটিনিটি হসপিটাল এন্ড ফাতেমা ডায়গনষ্টিক এর বিরুদ্ধে এর আগে প্রসুতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com