স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলা উপজেলা দিগদাইড় ইউনিয়নের শিহিপুর মৃধাপাড়া গ্রামের মানুষের যাতায়াত চলাচল করার মুল রাস্তাটি বর্তমান সময় ঘণ বর্ষার কারণে খানা খন্দক সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হতে চলছে।
এমতাবস্থায় অত্র এলাকার হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশন বিষয়টি জানতে পেরে আজ সকাল ১০ ঘটিকায় হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশনের এক ঝাঁক স্বেচ্ছাসেবীর উদ্দ্যেগে রাস্তার খানা খন্দক পুরুনের উদ্যেগ গ্রহন করে।
এসময় উপস্থিত ছিল হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী নাছিদুল হক মাছ নবী, আবুহানিফ, নাহিদ প্রমুখ। এই সংগঠনের মুল লক্ষ্য উন্নয়ন মূলক কাজ, অসহায় দ্ররিদ লোকদের পাশে এসে দাড়ানো, গরিব দুস্থ রুগীদের রক্তদান, সমাজের যুবুকদের মাদক থেকে বিরতো রেখে বিনোদন মুখী করা। আপনারা জেনে আশ্চর্য় হবেন এই ফাউন্ডেশনের সদস্যরা তাদের প্রতিদিনের চা নাস্তার খাওয়ার টাকা থেকে সমাজের এই রকম উন্নয়ন মূলক কাজ করে থাকে।
এই সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, অত্র সমাজের যারা বৃত্তবান তাদের সহযোগিতার হাত সংগঠনের দিকে বাড়ায়ে দিলে উক্ত ফাউন্ডেশনের উদ্যেগে আরো উন্নয় মূলক কাজ তারা করতে পারবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com