মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সুখানপুকুস্থ সৈয়দ আহম্মদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ নজবুল হক এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল কলেজের হলরুমে বর্তমান অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে এক স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বাদ যোহর কলেজের জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ নজবুল হক এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ছালজুর রহমান, মারুফুল ইসলাম, মুনজুরে আলম রাসেল, আব্দুর রহিম, আবু সাঈদ, প্রভাষক আব্দুল আউয়াল, মাহবুবুর রহমান, মামুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন সৈয়দ আহম্মদ কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল লতিফ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com