সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বুধবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ বাস্তাবায়নের নিমিত্তে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট সাঈদা পারভীন উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে অভিযান পরিচালনা করেন। এসময় শ্রী নিরঞ্জণ চন্দ্র রায়ের মালিকানাধিন অটো রাইস মিলে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফজলুল হকের সততা হক ওয়েল মিল প্রাইভেট লিমিটেড নামের ব্যবসা প্রতিষ্ঠানে ৭হাজার টাকা জরিমানা করা হয় ।
এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, ইউএনও অফিসের স্টাফ মজিবর রহমান ও পাট অফিসের উপ সহকারী মিঠু কুমার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদকে বিষযটি নিশ্চিত করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com