প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ
সোনাতলায় অগ্নীকান্ডে তিনটি গরু ভস্মীভূতঃ আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
আব্দুর রাজ্জাক, সোনাতলা(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আগুন লেগে তিনটি গরুসহ গোয়াল ঘরে পুড়ে ছাই হয়েছে। এতে আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ এপ্রিল বৃহস্পতিবার সাড়ে ৭ টায় উপজেলার মধুপুর ইউনিয়নের হাসরাজ গ্রামের মৃত চান মিয়ার খাইরুল ইসলামের গোয়াল ঘরে।
এলাকা সূত্রে জানা যায় গোয়াল ঘরে গরু রেখে মশা তাড়ানোর জন্য ধুপ জ্বালিয়ে দেন। হঠাৎ ধুপ থেকে গোয়াল ঘরে আগুনের সুত্রপাত ঘটে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গোয়াল ঘর,২টি গরু পুড়ে মারা যায় ও ১টি গরু আংশিক পুড়ে যায়। অনুমান আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানান খাইরুল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত