স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি গ্রামের মোড়ে অটোভ্যান ছিনতাইয়ের সময় ২জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার মহিষাবাড়ি মোড়ে ০৩জন আসামি অটোভ্যান ছিনতাই করার সময় স্থানীয় লোকজন আসামি ১। মোঃ আপেল মুন্না (২০),পিতা- মোঃ শাহাবুল, সাং- দক্ষিণ আটকরিয়া, ২। মোঃ শাহিন বেপারী (৩৫), পিতা- মৃত মুজা প্রাং, সাং- সুজায়েতপুর, থানা সোনাতলা জেলা বগুড়াদ্বয়কে হাতেনাতে ভ্যান সহ আটক করে।
এবং ০১জন পালিয়ে যায় (নাম-মোঃ জনি, পিতা- মোহাম্মদ দিলদার আলী, সাং-গবারপাড়া, থানা- সোনাতলা, বগুড়া)। অদ্য ০৬ জুলাই ২০২৫খ্রি. তারিখ ভ্যান মালিক থানায় এসে দস্যুতার অভিযোগে এজাহার দায়ের করলে সোনাতলা থানার মামলা নম্বর-০৬, তারিখ- ০৬ জুলাই ২০২৫, ধারা- ৩৯২ পেনাল কোড রেকর্ড করা হয়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply