সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউপির উত্তর শ্যামপুর গ্রামের মৃত গেল্লা আকন্দের ছেলে অহিদুল ইসলাম সাগর নামের অপহরণ মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার এর নির্দেশে, এএসপি শিবগঞ্জ সার্কেল তানভীর হাসানের তত্বাবধানে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে, এসআই মোঃ নাজিম উদ্দিন, এএসআই মোঃ এরশাদ আলী, সঙ্গীয় পুলিশসহ ১৯ নভেম্বর শনিবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উত্তর শ্যামপুর গ্রামে অপহরন মামলার আসামী অহিদুল ইসলাম সাগর(২৩) কে আটক করে। থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, আসামিকে গ্রেফতারের পরদিন রবিবার (২০ নভেম্বর) বেলা আনুমানিক ১১ঘটিকায় আদালতে প্রেরন করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com