স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অপরদিকে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির হরতাল, অবরোধ, ভাংচুর , অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর দুপুরে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির এর নেতৃত্বে ৭২ ঘন্টা অবরোধের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ঘোড়াপীরে শেষ হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির হরতাল, অবরোধ, ভাংচুর , অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এমপি পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজলসহ আওয়াশীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
Leave a Reply