স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় অবৈধ ট্রাক্টরের (কাকড়া) ধাক্কায় মোটরসাইকেল ভাংচুর সহ সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ আহত হয়েছে। সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ ঢাকা থেকে প্রকাশিত 'দৈনিক কালবেলা' ও বগুড়া থেকে প্রকাশিত 'দৈনিক মুক্তজমিন' পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল 'আলোকিত বগুড়া 'এর সিনিয়র স্টাফ রিপোর্টার। এ ঘটনায় আহত সাংবাদিক অবৈধ ট্রাক্টরের ড্রাইভার ইউসুফ আলী সরকার এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ইউসুফ আলী সোনাতলা পৌর এলাকার কামারপাড়া গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে।
থানায় অভিযোগ ও সরজমিনে জানা যায়, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ প্রতিদিনের ন্যায় ৩১ ডিসেম্বর (শনিবার) পেশাদারিত্ব কাজ শেষে দুপুরে মটরসাইকেল যোগে সোনাতলা থেকে বালুয়াহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তিনি কামারপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছিলে সামনে থাকা অবৈধ ট্রাক্টরের ড্রাইভারকে সাইড দেয়ার জন্য মটরসাইকেল এর হুইসেল বাজান। ড্রাইভার সাইড দিলে সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ ওভারটেকিং করার সময় ইচ্ছাকৃত ভাবে ড্রাইভার ইউসুফ ট্রাক্টরের পিছনের ডালা দিয়ে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । পিছনে থাকা অপর একটি মটরসাইকেলের দুই আরোহী সাংবাদিক বিকাশকে উদ্ধার করে। ট্রাক্টরের ধাক্কায় সা়ংবাদিকের মটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায় এবং তার ক্যামেরা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সে সময় ড্রাইভার দ্রুত ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ার সময় কামারপাড়া মসজিদের নিকট এলাকাবাসী গাড়িসহ ড্রাইভারকে আটক করে। এ সময় ড্রাইভার ইউসুফ এর নিকট ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে ড্রাইভার সাংবাদিক ও অপর মটরসাইকেলের দুই আরোহীকে লাঞ্ছিত করে।
এ ঘটনায় সোনাতলা থানা তদন্ত ইন্সপেক্টর কামাল হোসেন থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com