স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র মারপিটে দুজন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন ফাজিলপুর গ্রামের -মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ স্বপন মিয়া(২৫) একই গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ আবু হানিফ(৩৫)।
৮ মার্চ শনিবার রাত ৮টায় ঘটনাটি ঘটেছে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কর্পূর বাজার (বারোঘরিয়া রাস্তার) তিন মাথা মোড়ে।
ঘটনা সূত্র জানা যায়, আবু হানিফ ও বারোঘরিয়া গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ সজিব মিয়া(৩০), মোঃ বাবু মিয়া(২৫), মোঃ খাজা মিয়ার ছেলে মোঃ মিন্টু মিয়া(৩৩), মৃত রামপ্রসাদ দাস এর ছেলে শ্রী নিলয় দাস(২৫) এবং মোঃ মতিয়ার রহমান(৫০)'র মধ্যে টাকা পয়সা লেনদেন কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে আবু হানিফ ও স্বপন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে সোনাতলা থানার এসআই আক্কাস আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মারপিটের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা সংবাদ কে বলেন, সজিব পক্ষ ও হানিফ পক্ষের মধ্যে টাকা লেনদেনের বিষয়ে মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com