রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলায় উপজেলা পর্যায়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সভা, যেখানে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
২৯ জুলাই মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে সমন্বয় সভা শুরু হয়। এতে নির্বাহী কর্মকর্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন সোনাতলা থানা অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন নবী,কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন কবিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদুর রহমান, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম ও সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান
জাকির হোসেন বেলাল প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়াও, এলাকার সমস্যা ও জনগণের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত সকলে উপজেলার উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
Leave a Reply