স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডলের ছেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ মানিক মিয়া (৩১) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগন। সে হারিয়াকান্দী উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাকে সোনাতলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, আটককৃত মানিক মিয়ার বিরুদ্ধে ২টি বিস্ফোরক আইনে মামলা রয়েছে।সোনাতলা থানার মামলা নং-৭, তারিখ- ২২ আগস্ট, ২০২৪; জি আর নং-১১২, এবং সোনাতলা থানার মামলা নং-১০, তারিখ- ২৬ আগস্ট, ২০২৪; জি আর নং-১১৫, মামলা তদন্তাধীন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী সোনাতলা সংবাদকে বলেন, মানিক মিয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহার ভুক্ত আসামী।তাকে আজ বুধবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com