ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ শনিবার বিকেলে চালালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরাঞ্জন সাহার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত )সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মেজবাহুল হক জুলু, দিগদের ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো,
সাঘাটা ডিগ্রী কলেজের প্রভাষক ইশারাত আক্তার ইমু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্ভাব্য পদ প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহেলী চক্রবর্তী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্ভাব্য পদ প্রার্থী ওসিয়া আক্তার রুনা।
দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেলের সঞ্চালনায়
কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ তালুকদার বাবু,
আওয়ামী লীগ নেতা রুহুল হিরু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম পলাশসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় নেতা কর্মীরা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com