আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় এলাকাবাসী ও দোকান মালিকদের আয়োজনে শেমরুল ও সৌরভ বাহিনীর হামলায় আওয়ামী লীগ নেতাসহ কয়েকজনের উপর হামলায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ও ফেসবুক ভুয়া আইডিতে মিথ্যা কাহিনী প্রচার করে সত্য ঘটনা আড়াল করার চেষ্টার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট বুধবার সকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ও ফেসবুক ভুয়া আইডিতে মিথ্যা কাহিনী প্রচার করে সত্য ঘটনা আড়াল করার চেষ্টার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল আলম মতিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদ, আওয়ামী লীগ নেতা মনাহার, নাজিমুল ইসলাম , নাজিমুল, স্থানীয় দোকানদার, হামলায় আহত রকি হাসান মিনারুল, ভুক্তভোগীর বোন, ও বড় ভাই ফারুক।
গত ২৬ জুলাই উপজেলা সরকারি সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজে উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ শেষে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রকি হাসান মিনারুল তার ভাই ফারুক, একই এলাকার জিল্লুর, মুক্তার, মিঠু, দুদু খন্দকার ও মিতু প্রামানিক চরপাড়া বাজারে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা শেমরুল ও সৌরভ বাহিনীর লোকজন অতর্কীত হামলা করে। এতে সবাই গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। গত ২৮ জুলাই মিনারুলের বড় ভাই মোনাহার বাদি হয়ে শেমরুলকে প্রধান আসামি করে ১০ জন নামীয় ও অজ্ঞাত ১৪/১৫ জনের নামে মামলা দায়ের করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com