আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় আখ ক্ষেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফজর উদ্দিন আকন্দ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফজর উদ্দিন আকন্দ ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ মে রবিবার সকালবেলা ফজর উদ্দিন গরুর ঘাস কাটতে জমিতে যান। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের সবুজ মিয়া আখ খেতের পাশে বিদ্যুৎ এর তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারের পরিবারের নিকট হতে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে।
Leave a Reply