স্টাফ রিপোর্টারঃ আজ ১৬ অক্টোবর বুধবার বগুড়া ভলেনটিয়ার্স এর উদ্যোগে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে সোনাতলা বাসীর পিছিয়ে পড়া মানুষের সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বগুড়া ভলেনটিয়ার্স স্বেচ্ছাসেবক সংগঠন।
সংগঠনের সদস্যরা জানান, তাদের সংগঠন অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছে তারা সম্প্রতি সময়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেচ্ছাসেবক কর্মসূচির আয়োজন করেছেন। তারা আরও জানান সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের সকল স্তরের মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা এবং তাদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করা।
ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তারদের একটি দল উপস্থিত থাকবে যা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা যেমন রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা ইত্যাদি বিনামূল্যে করা হবে। এছাড়া, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা বিনামূল্যে প্রদান করা হবে।
সেচ্ছাসেবক কর্মসূচিঃ তাদের সেচ্ছাসেবক কর্মসূচির আওতায়, আগ্রহী ব্যক্তিরা এই মেডিকেল ক্যাম্পে যুক্ত হয়ে সেবামূলক কাজে অংশ নিতে পারবেন। সেচ্ছাসেবকদের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে এবং তাদের মাধ্যমে কমিউনিটির মানুষকে সহযোগিতা প্রদান করা হবে। তারা চায় সমাজের প্রত্যেকটি মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে, যেন তারা তাদের মূল্যবান অবদান রাখতে পারে
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com