সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আন্তজেলা গরু চোর চক্রের অন্যতম সরদার মিনহাজুল কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল তানভির হাসান এর তত্বাবধানে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেত্বত্রে সঙ্গীয় এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই মোঃ মাহমুদুল হাসান, এএসআই এরশাদ আলী-১ এএসআই মোঃ আতিকুজ্জামান, সঙ্গীয় পুলিশসহ বিষেশ অভিযান পরিচালনা করে ০৯ নভেম্বর বুধবার দিবাগত গভীর রাতে বগুড়া জেলার সোনাতলা থানা এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা থেকে খুন, ডাকাতি, দস্যুতা, গরু চুরিসহ মোট ১৩টি মামলা এবং ০৫ টি গ্রেফতারী পরোয়ানার পলাতক কুখ্যাত আসামী, আন্ত জেলা গরু চোরের সর্দার বালুয়া ইউপির কুশারঘোপ গ্রামের মৃত আফতাব পুত্র মোঃ মিনহাজুল ইসলাম (৪৩) বাড়ির রাস্তার উপর থেকে দৌড়ে পালানোর সময় গ্রেফতার করে। উক্ত আসামী মোঃ মিনহাজুল(৪৩) কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট মামলা এবং গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে। এছাড়াও সোনাতলা ইউপির সুজাইতপুর গ্রামে মৃত আজগর আলী এর পুত্র মোঃ শাহীন সরকার(৪০), কে ০১ (গ্রাম) হেরোইন সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply