বিকাশ স্বর্ণকার, সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় যুবদল নেতা রাশেদুজ্জামান রাশেদ হত্যা মামলার অন্যতম আসামী মোঃ বাবুল আহম্মেদ (৪৩) আজ সোমবার ভোরে (৭ এপ্রিল) পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, আজ ভোরে র্যাব ১২ এর সহায়তায় আদমদীঘি থানা এলাকা থেকে বাবুল আহম্মদকে গ্রেফতার করে পুলিশ। সে ওই হত্যা মামলার এজাহারনামীয় ১৯ নং আসামি।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, বাবুল আহম্মেদ গ্রেফতার এড়াতে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনায় ১৪ ফেব্রুয়ারি যুবদল নেতা রাশেদ এর মৃত্যু হয়। এ ঘটনায় রাশেদের মা ওজেনা বেগম বাদী হয়ে ২০জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাত রেখে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply