আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় আলোচিত গাড়ামারা গ্রামে ৮৫ বছরের বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হেলাল উদ্দিন গাড়ামারা গ্রামের মৃত কাশেম শেখ এর ছেলে।
গত ২৬ আগস্ট রাত অনুমানিক আড়াইটায় বগুড়া জেলার সোনাতলা থানাধীন গাড়ামারা গ্রামস্থ মোঃ হেলাল উদ্দিন এর বসতবাড়ীতে তার ৮৫ বছর বয়সী বৃদ্ধ মা জাহেরা বেওয়া অজ্ঞাতনামা আসামী কর্তৃক গলা কেটে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হয়। এ ঘটনার প্রেক্ষিতে মৃত জাহেরা বেওয়ার বড় ছেলে মোঃ কামাল শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করলে সোনাতলা থানার মামলা পেনাল কোড রুজু হয়। এ ঘটনায় বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনায় তৎক্ষনাৎ সোনাতলা থানা পুলিশ কর্তৃক নিহতের ছেলের বউ সকিনা বেগমকে সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার হয়।
ঘটনার শুরুতেই বগুড়া পুলিশ ছায়া তদন্ত শুরু করেন এবং সন্দিগ্ধদের উপর ব্যাপক নজরদারী রাখে। ঘটনাস্থলের আশপাশে বসবাসকারীদের সাথে ও মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে ঘটনার রহস্য ও আসামীদের মোটিভ উন্মোচনের চেষ্টা চালিয়ে যায়। হত্যাকান্ডটির নেপথ্যে কোন পারিবারিক দ্বন্দ্ব রয়েছে কিনা বা শত্রুতামূলকভাবে অন্যকে ফাঁসানোর জন্য করেছে কিনা বা জায়গা জমি নিয়ে ভিকটিমের পরিবারের সাথে অন্য কারও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা সবগুলো বিষয় বিবেচনায় রেখে ছায়াতদন্ত অব্যাহত রাখা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ও ছায়াতদন্তে প্রাপ্ত কিছু তথ্যের সূত্র ধরে গত ১৭ সেপ্টেম্বর (রবিবার) ঢাকা র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় উল্লেখিত হত্যা মামলার সন্দিগ্ধ আসামী নিহতের ছেলে মোঃ হেলাল উদ্দিন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ভূমদক্ষিণ এলাকায় থেকে র্যাব গ্রেফতার করে।
এ সম্পর্কে র্যাব ১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, ‘র্যাবের এ ধরনের চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে’।
Leave a Reply