প্রেস রিলিজঃ বগুড়া জেলার আলোকিত সামাজিক সংগঠন আলোর প্রদীপ যুব সংগঠনের ৮ম কার্যপরিষদ সাধারণ নির্বাচনে এম এম মেহেরুল চেয়ারম্যান ও এস এম আহসান কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অদ্যই বিকাল ৪ ঘটিকায় আলোর প্রদীপ যুব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচনে নির্বাচিত ৯ জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান সাধারণ সম্পাদক নির্বাচিত করে।এর আগে ৩০ জুন শুক্রবার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের ৯৩ জন ভোটার গোপন ব্যালটে নির্বাচন কমিশনের না প্রতীকের বিপরীতে ১১ জন প্রতিনিধিকে নির্বাচিত করেন। সংগঠনের নিয়ম অনুযায়ী আজ এই নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৯ জন প্রতিনিধি শপথ পাঠ করেন। নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল ওহাব। শপথ গ্রহনের পরে প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর মধ্যে এম এম মেহেরুল ৯ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থীর মধ্যে এস এম আহসান কবির রাসেল ৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী এস এম সামিউল ইসলাম পান ৪ ভোট।
নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার শ্রী সজল চন্দ্র শীল বলেন “আমরা একটি গ্রহনযোগ্য নির্বাচন দিতে সক্ষম হয়েছি। গতকাল সাধারণ নির্বাচনে আকশের অবস্থা ছিলো অত্যন্ত খারাপ। এর মধ্যেও ৯৩ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এই নির্বাচন আমাদের সকলের জন্য অনুকরনীয়”
Leave a Reply