স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজাকে পূর্ব শত্রুতার জের ধরে চাঁদার দাবিতে লাঞ্চিত করে গুম করার হুমকি দিয়েছে ব্যাবসায়ী রকি । ২০ মে শনিবার সন্ধ্যায় পৌর এলাকার শেখ রাশেল মিনি স্টেডিয়াম মাঠ সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটেছে। এঘটনায় আওয়ামী লীগ নেতা রেজা বাদী হয়ে আল মামুন রকিকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আওয়ামী লীগ নেতা রেজাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মারার আক্রমন সহ চাঁদার দাবি করে থাকে। সে প্রতিপক্ষদের চাঁদা দিতে না চাইলে খুন জখমের হুমকিসহ প্রকাশ্যে মেরে লাশ গুম করার হুমকি প্রদান করে আসছে। এরই এক পর্যায়ে শনিবার (২০ মে) সন্ধা পৌনে ৮টার দিকে নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে সোনাতলা বাজারে আসার সময় প্রতিপক্ষরা আমার পথ রোধ করে আমাকে বলে তোকে আজ মেরেই ফেলবো। তখন আমি বিবাদীদের বলি আমার পথ ছেরে দাও। এই কথা বলা মাত্রই উক্ত বিবাদীরা তাদের হাতে থাকা, বাশের লাঠি, কাঠের বাটাম দিয়ে অতর্কিত ভাবে এলোপাথারী ভাবে মারধর করিতে থাকে। এক পর্যায় আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীরা আমাকে মারধর বন্ধ করে আমাকে খুন জখমের হুমকিসহ যেখানে পাবে সেখানে মেরে ফেলার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তিতে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া আমাকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান।
সোনাতলা থানার এসআই (উপপরিদর্শক) নুর ইসলাম সোনাতলা সংবাদকে বলেন, এসংক্রান্ত সোনাতলা থানায় জিডি হয়েছে।
Leave a Reply