স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীসহ ৭জনকে হামলায় মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করছেন এলাকাবাসী। প্রতিবাদ সভায় দোষীদের গ্রেফতারের ৭দিনের আল্টিমেটাম অন্যথায় থানা ঘেরাও কর্মসূচি দেন এলাকাবাসী।
শুক্রবার সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার জোরগাছা ইউনিয়নের ভেলুরপাড়া ৪মাথা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
গত ৩ মার্চ পুর্ব শত্রুতার জেরে ওই ইউনিয়নের গোসাই বাড়ি গ্রামের হামিদুলের ছেলে প্রবাসি এরশাদুল চরপাড়া কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাছে অতর্কিত ভাবে চেয়ারম্যানের ভাতিজা রিফাতের পথ রোধ করে মারপিট করে। খবর পেয়ে চেয়ারম্যান গোলাম রব্বানী ও তার লোকজন নিয়ে এরশাদুলের বাড়িতে গিয়ে খুজতে থাকে তাকে না পেয়ে ফিরে আসার সময় হেলমেট পড়া কিছু দুষ্কৃতকারীরা চেয়ারম্যানসহ তার লোকজন উপর হামলা করে। এ ঘটনায় চেয়ারম্যান গোলাম রব্বানীসহ ৭জন আহত হয়।
এঘটনায় আহত চেয়ারম্যান গোলাম রব্বানী ৫ মার্চ বুধবার রাতে গোসাইবাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেদকে প্রধান আসামিসহ ২৬ জন নামীয় ৫০/৬০ অজ্ঞাত রেখে সোনাতলায় থানায় মামলা দায়ের করেন।
জোরগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী জোরগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির বর্তমান সদস্য।
মামলার দুই দিন পাড় হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী, বিএনপি নেকর্মী ও ইউপি সদস্যের উদ্যোগে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় ২নং ওয়ার্ড ইউপি সদস্য তারাজুল ইসলামসহ বক্তরা বলেন, আগামী ৭দিনের মধ্যে থানা পুলিশ দোষীদের গ্রেফতার করতে পারলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি দেয়া হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য বাবর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম খোকন, জেলা ছাত্রদলের নেতা বেলায়েত হোসেন, মহিলা মেম্বার লায়রিন আক্তার সাথি, হলিদা বগা গ্রামবাসী রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড মেম্বার জিয়াউর হক, যুবদল নেতা আমিনুল ইসলাম, ডাঃ শফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply