সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক ক্লাস্টার ট্রেনিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ ট্রেনিংয়ে উপজেলার শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন শিক্ষকগণ অংশ নেন।
উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, যুবদল নেতা জিয়াউল হক সাগর, মডেল কেয়ারটেকার মাওলানা জিল্লুর রহমান, ক্বারী মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা শাহানুর আলম প্রমুখ।
দিনব্যাপী এই ট্রেনিং পরিচালনা করেন বগুড়া জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহার আলী।
Leave a Reply