1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

সোনাতলায় ঈদকে সামনে রেখে মার্কেটগুলোয় জমজমাট বেচাকেনা

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৮১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া সোনাতলায় শেষ মুহূর্তে ক্রেতার উপচে পড়া ভিড়ে জমজমাট ঈদের বাজার। স্থানীয় ব্যবসায়ীরা জানান,যদিও মাহে রমজানের শুরুতেই ততটা বেচাকেনা হয়নি তবে এখন ক্রেতাদের প্রচন্ড ভীড় বেড়েছে। পৌর শহরে বিভিন্ন মার্কেট সহ দোকানগুলোতে নানান বয়সী ক্রেতারা এবার ঈদে তাদের পছন্দের পোশাক কিনতে ভীড় করছে।

তবে ক্রেতারা জানান এবার ঈদে প্রায় দোকানে নতুন ডিজাইনের পোশাক মিললেও চড়া দামের কারণে কিনতে তাদের কষ্ট হচ্ছে। এছাড়াও মুদি দোকানগুলোতে চলছে সেমাই চিনি কেনার হিরিক। তবে থেমে নেই জুতা সেন্ডেলের দোকানদার তারাও সমানতালে করছে বেচাকেনা।

এদিকে স্বর্ন ব্যবসায়ীরা জানান এই ঈদে তাদের দোকানে খুব একটা দেখা মিলছে না ক্রেতাদের।এর কারণ হিসেবে দুষলেন অস্থির সোনার বাজারকে। মিতু গার্মেন্টস এর সত্তাধীকারী মুকুল মন্ডল জানান, ক্রেতাদের উপস্থিতি খুবই ভালো এবং অল্প দেখাতেই তৈরি পোশাক বিক্রি হচ্ছে। তবে এবার ঈদে নতুন ডিজাইনের ছেলে মেয়েদের পোশাক এসেছে।এ রকম বেচাবিক্রি হলে এ ঈদে দু-তিন লাখ টাকা ঘরে উঠবে।

বাজারের মুদি দোকানী পলাশ সাহা বলেন, রোজার শুরুতেই বেচাকেনা ততটা না হলেও এখন বেচাকেনা খুবই ভালো। কসমেটিক দোকানী গোপাল সাহা বলেন, এখনো তেমন বেচাকেনা জমে উঠেনি তবে ঈদের তিন চার দিন আগে থেকে ভালো বেচাকেনা হবে আশা করছি।

জুতা ব্যবসায়ী বলাই সাহা বলেন,ক্রেতাদের ভিড় বেড়েছে এবং এঈদে নতুন ডিজাইনের সুতা সান্ডেল এসেছে বেচাবিক্রি খুব ভালো হচ্ছে। আটোগাড়ি চালক সবুজ রায় বলেন,ঈদের বাজার উপলক্ষে রাস্তায় গাড়ি বের করলেই প্রচুর পরিমাণে লোকজন দেখা মিলছে। এদিকে ঈদের বাজার উপলক্ষে রাস্তাঘাটে প্রচন্ড যানজট লক্ষ্য করা গেছে। তবে ট্রাফিক পুলিশের সদস্য না থাকায় মাঝে মধ্যে যানজট নিরসনে লক্ষ্যে পুলিশ সদস্যদের ভূমিকা পালন করতে দেখা গেছে।

এদিকে থানা পুলিশ জানিয়েছে,ঈদুল ফিতর নির্বিঘ্নে ও নিরাপদ ভাবে পালনের লক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি)বাবু কুমার সাহা বলেন,পবিত্র ঈদ উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে যাতে করে পালন করতে পারে সেদিক খেয়াল করে পুরা উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।হাটে বাজার রাস্তাঘাট সহ মার্কেট গুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছে। রাতে ঢাকা থেকে যেসব যাত্রীরা আসবে তাদের নিরাপদে বাড়ি যাওয়ার লক্ষ্যে রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তিনি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট