আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উত্তর করমজা যুব উন্নয়ন সংঘ কার্যালয়ে গভীর রাতে সন্ত্রাসীদের হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে।১৫ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তর করমজা যুব উন্নয়ন সংঘের কার্যালয়ে দুর্বৃত্তরা এ তান্ডব চালিয়েছে।
এঘটনায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আপেল তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট যুব উন্নয়ন কর্মকর্তাদের অবগত করেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলে সোনাতলা থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, কেন এই সংগঠন কার্যালয়ে হামলা করে আমরা বুঝি না। এটি তো কোন রাজনৈতিক সংগঠন না এটি একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। আমাদের এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তা করে থাকে। আমরা এলাকাবাসী এই প্রতিষ্ঠানের হামলা কারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ঘটনায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেব জাহানুল আপেল বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত এই সংগঠনে হামলার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জানাই।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এন এস আই থেকে অবগত করেন। সেখানে সেনাবাহিনী পরিদর্শনে গিয়েছিলো আমরা সঙ্গে গিয়েছিলাম।
এ বিষয়ে সোনাতলা অবস্থানরত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com