সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার সোনাতলায় শহীদ সৈকত চত্বরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মকুল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু,সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম সুভ, জেলা স্বেচ্চাসেবক দল নেতা রাকিবুল হাসান,সহ সভাপতি নজিবুল ইসলাম,ইনসার আলী,ফজলুল করিম তরুন,আল আমিন, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সাইদুল ইসলাম,
সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নিপু,স্বেচ্ছাসেবক দল নেতা নাসির উদ্দিন,উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ।
উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মোমিনুল ইসলাম স্বপন,যুবদল নেতা হারুন-অর-রশিদ,আরিফুর রহমান টিপু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওহাব হক সম্মেলনে সভাপতিত্ব করেন। এছাড়া উপজেলার বিএনপির অঙ্গ দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply