আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ হামাগেরে মতো জন্মান্ধ ও অসহায় মানুষেদেরকে এর আগে কেউ কম্বল দেইনি প্রথম কম্বল দিল ইউএনও হামাগোরক। এর আগে খাবার দিছিলো বগরোর এসপি। হামরা ভিক্ষা বৃত্তি করে খাই। হামরা দেখপ্যার পায়না তো কি হছে হামারা আজ খুশি। আল্লাহ সবার ভাল করুক আবেগঘনভাবে ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছিলো অন্ধ মোবারক।
কারণ আজ সে পেয়েছে ইউএনওর উপহার কম্বল। শুধু মোবারক নয় বগুড়া সোনাতলা উপজেলার ছোট বালুয়া পূর্বপাড়ার ৪১ সদস্য পরিবারের ১৯ জন দৃষ্টি প্রতিবন্ধি ও ২ জন শারীরিক প্রতিবন্ধীর পাশে সরকারি ভাবে শীত নিবারণের জন্য কম্বব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা সিদ্দিকা, বালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, ইউপি সদস্য আপেল।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com