আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় এক্সমার্ট বিডি অ্যাপস ও তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর এলাকায় বঙ্গবন্ধু চত্তরে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপস ও মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। পরে তিনি মেলার স্টলগুলো গুলো পরিদর্শন করেন। মেলা কমিটির সদস্য তুষারের সঞ্চালন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, দিশারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম রহমান সাগর। স্বাগত বক্তব্য রাখেন অ্যাপস ও মেলার অন্যতম উদ্যোক্তা আবু মান্নাফ খান সৈকত। উদ্যোক্তা মেলায় ১৭টি স্টল ছিলো, এরমধ্যে আলোর প্রদ্বীপ হস্ত শিল্প, স্বদেশি, বিএসপি ডিজিটাল সার্ভিস পয়েন্ট, লোটো, অরজিনাল পয়েন্ট, সেন্স পয়েন্ট, ফুড এক্সপ্রস, দিশারী ফুড সহ হরেক রকম ষ্টল। উদ্বোধন ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com