স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ ১৬ সেপ্টেম্বর এককেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দের পর আবারো বিশেষ অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজাসহ মো.নুরু আকন্দ ঘলুলু(৫৫) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘলুলু পাশের উপজেলা গাবতলীর খুপি মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। পুলিশ ২২ সেপ্টেম্বর উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরারপটল গ্রামের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে এসআই মোঃ আক্কাস আলী, এএসআই মোঃ আতিকুজ্জামান, এএসআই মোঃ এরশাদ আলী-১, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে এককেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুরু আকন্দ ঘলুলু’র বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply