সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সোনাতলায় একই রাতে চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
ওই গ্রামের সোনামিয়া, ফারাজুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, জাবেদ আলী, তাহের আলী, নিপেন্দ্র নারায়ণ, আজাহার আলীর নামে বরাদ্দকৃত তিনটি পাঁচ কেভিএ এবং এক কেভিএ ট্রান্সফরমার গত ২ জুন দিবাগত গভীর রাতে চুরি হয়ে যায়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১৪ হাজার টাকা।
আজ বুধবার (৪ জুন) এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সোনাতলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার ছাইফুল আহম্মেদ বলেন, সম্প্রতি সোনাতলায় ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত দেড় মাসে ১০/১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
Leave a Reply