সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের মা’কে নিয়ে উধাও হয়েছে প্রেমিক যুবক। ওই নারীর বাবা উপজেলার উত্তর আটকরিয়া গ্রামের লোকমান শেখের পুত্র মোঃ সাজুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গত ১৩ মে অভিযুক্ত সাজু ওই নারীকে নিয়ে পালিয়ে যায় বলে বাবা থানায় অভিযোগ করেন।
থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৩ মে সন্ধ্যান দিকে বালুয়াহাট বাজারে যাওয়ার কথা বলে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। ফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
ওই নারীর বাবা বলেন, ‘অনেক খোঁজাখুজির পরও আমরা আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাশ^বর্তী বাড়ির লোকমান শেখের ছেলে সাজু আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে গেছে। এরপর তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’’
সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী সোনাতলা সংবাদকে বলেন, ‘এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, গত ছয় বছর পূর্বে বগুড়ার শিবগঞ্জে ওই নারীর সাথে বিয়ে হয় জনৈক ব্যক্তির। তাদের ঘরে ৬ বছরের একজন ছেলে সন্তান রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com